রাজবাড়ীর গোয়ালন্দ থেকে অপহরণের ১৭ দিন পর এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অপরাধে আশিক শেখ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবক গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের মোস্তফা শেখের ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয়রা বলছে, গত ২২ মার্চ গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের মোল্লাপাড়া গোরস্থানের সামনে থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। এ বিষয়ে অপহৃত কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় আশিক শেখসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২-৩ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, অপহৃত কলেজ ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত আশিক শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের শুক্রবারই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।