হোম > সারা দেশ > ঢাকা

মাইনুদ্দিনকে চাপা দেওয়া অনাবিল বাসের সুপারভাইজার গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনকে চাপা দেওয়া ঘাতক অনাবিল বাসের সুপারভাইজার গোলাম রাব্বীকে গ্রেপ্তার করেছে র‍্যাব (১৯)। গতকাল মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাব্বী বরগুনার পাথরঘাটা থানার পাচনাপাড়া গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর সে ঢাকার বাইরে আত্মগোপনে যাওয়ার উদ্দেশে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গিয়েছিল। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।         

উল্লেখ্য, গত সোমবার রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. মাইনুদ্দিনকে অনাবিল পরিবহনের ১টি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনার পর এলাকার জনসাধারণ অনাবিল পরিবহনের বাসটি আটক করে। এরপর ঘাতক বাসের চালককে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। কিন্তু ঘাতক বাসটির সুপারভাইজার এবং হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট