হোম > সারা দেশ > ঢাকা

মাইনুদ্দিনকে চাপা দেওয়া অনাবিল বাসের সুপারভাইজার গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনকে চাপা দেওয়া ঘাতক অনাবিল বাসের সুপারভাইজার গোলাম রাব্বীকে গ্রেপ্তার করেছে র‍্যাব (১৯)। গতকাল মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাব্বী বরগুনার পাথরঘাটা থানার পাচনাপাড়া গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর সে ঢাকার বাইরে আত্মগোপনে যাওয়ার উদ্দেশে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গিয়েছিল। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।         

উল্লেখ্য, গত সোমবার রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. মাইনুদ্দিনকে অনাবিল পরিবহনের ১টি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনার পর এলাকার জনসাধারণ অনাবিল পরিবহনের বাসটি আটক করে। এরপর ঘাতক বাসের চালককে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। কিন্তু ঘাতক বাসটির সুপারভাইজার এবং হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন