হোম > সারা দেশ > ঢাকা

মাইনুদ্দিনকে চাপা দেওয়া অনাবিল বাসের সুপারভাইজার গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনকে চাপা দেওয়া ঘাতক অনাবিল বাসের সুপারভাইজার গোলাম রাব্বীকে গ্রেপ্তার করেছে র‍্যাব (১৯)। গতকাল মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাব্বী বরগুনার পাথরঘাটা থানার পাচনাপাড়া গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর সে ঢাকার বাইরে আত্মগোপনে যাওয়ার উদ্দেশে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গিয়েছিল। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।         

উল্লেখ্য, গত সোমবার রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. মাইনুদ্দিনকে অনাবিল পরিবহনের ১টি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনার পর এলাকার জনসাধারণ অনাবিল পরিবহনের বাসটি আটক করে। এরপর ঘাতক বাসের চালককে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। কিন্তু ঘাতক বাসটির সুপারভাইজার এবং হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ