নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র রমজান মাস উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে চলবে বিকেল সোয়া তিনটা পর্যন্ত। তবে দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।
অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে বিচারকাজ। তবে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।