হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোতরা হাজী ইয়াসিন মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসেন উদ্দিন সোহেল বলেন, দোতরা হাজী ইয়াসিন মোল্লাকান্দি গ্রামের শাজাহান মোল্লার সঙ্গে একই এলাকার মতি মোল্লার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, শাজাহান মোল্লার পক্ষের কয়েকজন সম্প্রতি মতি মোল্লার পক্ষ নেয়। ঈদ উপলক্ষে মতি মোল্লা ও শাজাহান মোল্লা আলাদাভাবে নিজ নিজ সমাজের লোকজনকে ঈদের দিন দাওয়াত করে খাওয়ান। গতকাল শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে এই সংঘর্ষ বাধে।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আজকের পত্রিকাকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ