হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোতরা হাজী ইয়াসিন মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসেন উদ্দিন সোহেল বলেন, দোতরা হাজী ইয়াসিন মোল্লাকান্দি গ্রামের শাজাহান মোল্লার সঙ্গে একই এলাকার মতি মোল্লার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, শাজাহান মোল্লার পক্ষের কয়েকজন সম্প্রতি মতি মোল্লার পক্ষ নেয়। ঈদ উপলক্ষে মতি মোল্লা ও শাজাহান মোল্লা আলাদাভাবে নিজ নিজ সমাজের লোকজনকে ঈদের দিন দাওয়াত করে খাওয়ান। গতকাল শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে এই সংঘর্ষ বাধে।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আজকের পত্রিকাকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন