হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভারতের পতিতালয়ের দালালের কাছে বিক্রির পর ২ তরুণীকে উদ্ধার, গ্রেপ্তার ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানব পাচারকারী চক্রের খপ্পরে পরে ভারতের পতিতালয়ের দালালের কাছে বিক্রি করা হওয়া দুই তরুণীকে। বিষয়টি বোঝার পর সেখান থেকে কৌশলে পালিয়ে সীমান্তে এসে বিষয়টি পরিবারকে মোবাইলে জানান তাঁরা। এরপর খবর পেয়ে গতকাল শনিবার দেশের সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। 

আজ রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু। এর আগে পাচারকারী চক্রের সদস্য নবী হোসেনকে (৫৫) সোনারগাঁ থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, ‘রূপগঞ্জ উপজেলার ভোলাব এলাকার এন জেড গার্মেন্টসে কর্মরত দুই তরুণীকে উচ্চ বেতনে ওমানে পাঠানোর প্রলোভন দেখায় নবী হোসেন। সেখানে তাদের বিউটি পারলারে চাকরি দেওয়ার বলে। একপর্যায়ে তারা রাজি হলে ১ জানুয়ারি তাদের রূপগঞ্জ থেকে ঢাকা ও ৩ জানুয়ারি ঢাকা থেকে যশোর নিয়ে যায়। এরপর ঝিনাইদহ জেলার গোপালপুর সীমান্ত দিয়ে পার করে ভারতে পাচার করে দেওয়া হয়। সেখানে ছয় লাখ টাকার বিনিময়ে পতিতালয়ের দালালের কাছে তাদের বিক্রি করে দেয়। বিষয়টি বুঝতে পেরে পাচার হওয়া দুই তরুণী কৌশলে তাদের পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে বিষয়টি জানায়।’ 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘২৫ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে ১৩ মার্চ পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি নবী হোসেনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামি দুই তরুণীকে ভারতে পাচারের কথা স্বীকার করে। এরই মধ্যে দুই তরুণী কৌশলে সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসে। গতকাল শনিবার রাতে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির