হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

১৭ ঘণ্টা পর স্বাভাবিক ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের প্রবেশপথে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১৭ ঘণ্টা পর আবারও রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর রাত ১০টার দিকে আখাউড়া ও ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধারকাজ শেষে রোববার সকাল সাড়ে ৯টায় বন্ধ থাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গচিহাটা রেলস্টেশনে ট্রেনটি ঢোকার সময় ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং হওয়ার কথা ছিল। কিন্তু ক্রসিংয়ের জন্য পয়েন্টে লাইন পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। শনিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি আবার সেখান থেকেই চট্টগ্রামে ফিরে যায়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ