হোম > সারা দেশ > ঢাকা

ভোট বিপ্লব ঘটানোর ঘোষণা দিয়ে প্রচারে নামলেন আরাফাত

ভোট বিপ্লব ঘটানোর ঘোষণা দিয়ে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত নির্বাচনী প্রচার শুরু করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত কালীবাড়ি থেকে তিনি প্রচারে নামেন।

প্রচারে নেমেই মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘তাঁরা (বিএনপি) যত ভোটের বিপক্ষে থাকবে, আমরা ততটাই ভোট বিপ্লব ঘটাব।’

বাংলাদেশ আজ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে জানিয়ে আরাফাত বলেন, ‘এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট বিপ্লবের মাধ্যমে সকল দেশি-বিদেশি চক্রান্তকারী যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি আধুনিক, প্রগতিশীল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’

আরাফাত আরও বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে বিএনপি-জামায়াত আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারা বাসে ও ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে। সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করছে স্বাধীনতাবিরোধী এই চক্র। সকল অপশক্তিকে আমরা মোকাবিলা করে স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে।’

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের (নৌকা) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক (কুলা), তৃণমূল বিএনপির প্রার্থী কাজী শফিউল বাশার (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী গোলাম ফারুক মজনু (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহ আলম (একতারা) এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম (বেলুন) প্রতীক পেয়েছেন।

ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় একেবারে সহজ প্রতিপক্ষের সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের উদীয়মান নেতা মোহাম্মদ এ আরাফাত।

দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হতে দৃশ্যমান কোনো প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে না বলে মনে করছেন এ আসনের সাধারণ ভোটারেরা।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত