হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘আ.লীগের নেতা-কর্মীরা সক্রিয় থাকলে কারও শক্তি নেই নির্বাচন বানচালের’

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা সক্রিয় থাকলে কারও শক্তি নেই নির্বাচন বানচাল করার। শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করে। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়।’ 

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘আপনারা মধুপুরবাসী নৌকায় ভোট দিয়েছিলেন। ১০০ শয্যার হাসপাতাল, ৪৮ হাজার টনের খাদ্যগুদাম (সাইলো), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলসহ চারদিকে উন্নয়নের ছাপ দৃশ্যমান। আগামীতে নির্বাচিত হলে মধুপুর হাসপাতালকে ২০০ শয্যায় উন্নীতকরণ এবং একটি মেডিকেল কলেজ স্থাপন করব।’ 

আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদের অডিটরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। এই কর্মী সমাবেশের আয়োজন করে মধুপুর উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী। 

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘যত ষড়যন্ত্রই হোক, সব ষড়যন্ত্র মোকাবিলা করে মধুপুরের জনগণ আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কত শক্তিশালী। আমরা গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে অতীতে নৌকায় ভোট দিয়েছি, আগামী দিনে ভোটার উপস্থিতি দেখিয়ে প্রমাণ করব এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর।’ 

কৃষিমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। নেতা-কর্মীদের নিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভোটারদের মধ্যে তুলে ধরতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যবহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ 

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাবেক মেয়র মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সাবেক মেয়র মাসুদ পারভেজ প্রমুখ। 

কর্মী সমাবেশে মধুপুরের বিভিন্ন ওর্য়াড ইউনিয়ন উপজেলার জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু