হোম > সারা দেশ > ঢাকা

করোনা প্রতিরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাঠে নেমেছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় কাজ শুরু করেছে নৌবাহিনী। এরই মধ্যে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের ২৩ কর্মকর্তাসহ ১৯৬ জনের ৮টি কন্টিনজেন্ট সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। 

বৃহস্পতিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নৌ অঞ্চল থেকে ১২ জন কর্মকর্তাসহ ১০৮ নৌসদস্যের ৬টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে।

অন্যদিকে খুলনা নৌ অঞ্চলের ১১ জন কর্মকর্তাসহ ৮৮ জন নৌসদস্যের ২টি কন্টিনজেন্ট মোংলা বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী উপজেলায় কাজ করছে।

সমুদ্র ও উপকূলীয় এসব এলাকায় করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছেন এ নৌসদস্যরা। এ ছাড়া যে কোন প্রয়োজনে সার্বিক সহায়তা প্রদান করতে নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু