হোম > সারা দেশ > গোপালগঞ্জ

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছের গুঁড়ি ফেলে পয়সারহাট-পীড়ারবাড়ি সড়ক অবরোধ করেন এলাকাবাসী। আজ শুক্রবার রাজাপুর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি অর্থায়নের খেয়ার ঘাট নিজ বাড়িতে নির্মাণের অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অবনী রায়ের পদত্যাগের দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় পয়সারহাট-পীড়ারবাড়ি সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিলও করেন।

এদিকে গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানবাহনের যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকালে ত্রিমুখী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি কেশব তালুকদার, রামশীল ইউপির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজীব তালুকদার, পরিতোষ বৈদ্য, সজীব রায়, বাণী সরকার, কমল জয়ধর, সমীর জয়ধর, প্রতীম বৈদ্য, কাজল তালুকদারসহ প্রমুখ বক্তব্য দেন।

সজীব তালুকদার বলেন, ‘আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, রামশীল-রাজাপুর খেয়াঘাটে একটি ঘাট নির্মাণের। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ ২০২৩-২৪ অর্থবছরে একটি ঘাট নির্মাণে বরাদ্দ দেয়। কিন্তু ইউপি সদস্য অবনী রায় প্রকল্পের সভাপতি হয়ে খেয়াঘাটে ঘাট নির্মাণ না করে তাঁর নিজ বাড়িতে ঘাট নির্মাণ করেছেন।’

ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছের গুঁড়ি ফেলে পয়সারহাট-পীড়ারবাড়ি সড়ক অবরোধ করেন এলাকাবাসী। আজ শুক্রবার রাজাপুর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

অভিযোগের বিষয়ে রামশীল ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য অবনী রায় বলেন, ‘যেখানে ঘাট নির্মাণের কথা রয়েছে, আমি সেখানেই নির্মাণ করেছি। একটি পক্ষ নির্বাচনী কারণে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘রাজাপুর গ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পরে তাঁরা অবরোধ তুলে নেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা