হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিপুল সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ফাইল ছবি

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ সাবেক এই মন্ত্রীর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

দুদকের আবেদন থেকে জানা যায়, ঢাকার খিলগাঁও, ডেমরা, নারায়ণগঞ্জ, বন্দর, কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসামে তাজুল ইসলামের ১,২৬৬ দশমিক ৬৬ শতাংশ জমি, সাড়ে ৪ হাজার বর্গফুটের বেশি আয়তনের কুমিল্লার দুটি ফ্ল্যাট, লাকসামের তিনতলা একটি বাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

এগুলোর মূল্য শত শত কোটি টাকা। এ ছাড়া ৩৪টি ব্যাংক হিসাবে ও সঞ্চয়পত্র হিসাবে ২১ কোটি ২৪ লাখ ৮১ হাজার ৭০০ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি বিভিন্ন কোম্পানির ২৫ লাখ ৫২ হাজার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি গাড়ি জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, তাজুল ইসলাম মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছে। ইতিমধ্যে গত ২২ জানুয়ারি তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৬৬ কোটি টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগে দুদক মামলা করেছে। দুদক ও মানি লন্ডারিং আইনে এই মামলা হয়।

আবেদনে আরও বলা হয়েছে, তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা তদন্তকালে জানা গেছে, বিপুল স্থাবর–অস্থাবর সম্পদ তিনি অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন।

ভবিষ্যতে মামলা প্রমাণ হলে এই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। তাই তিনি সম্পদ বিক্রি, হস্তান্তর ও স্থানান্তর যাতে করতে না পারেন, সে জন্য আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে