হোম > সারা দেশ > গাজীপুর

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

নীলগাই। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে একটি পুরুষ নীলগাই দেয়াল টপকে বেরিয়ে গেছে। গত বৃহস্পতিবার নীলগাইটি বেরিয়ে গেলেও এখন পর্যন্ত এর কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারে মাইকিং করছে পার্ক কর্তৃপক্ষ।

তবে শ্রীপুর উপজেলা ও পাশের ভালুকা উপজেলার কয়েকটি স্থানে নীলগাইটিকে দেখতে পেয়েছেন বলে জানান স্থানীয় লোকজন।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম বলেন, ‘১৬ জানুয়ারি দুপুরের দিকে একটি নীলগাই অপর একটি নীলগাইকে ধাওয়া করছিল। এ সময় দেয়াল টপকে বেরিয়ে যায় পুরুষ নীলগাইটি। এরপর থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। উপজেলার জয়নাতলী ও ভালুকা উপজেলার জঙ্গলে নীলগাইটি দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমন খবরে আমরা উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।’

মো. রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমি গণমাধ্যমের সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন করছি, যেখানে নীলগাইটি দেখতে পাবেন, তাঁরা যেন সঙ্গে সঙ্গে আমাদের খবর দেন।’

বহু বছর আগে নির্মিত পার্কের সীমানাপ্রাচীরটি খুবই ঝুঁকিপূর্ণ। নীলগাইটি লাফ দেওয়ার সময় বেশ কিছু দেয়াল ভেঙে যায়। এ জন্য নীলগাইটি সহজে বেরিয়ে যেতে পেরেছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে সাফারি পার্ক কর্তৃপক্ষ কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেনি।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল