রাজধানীর বিজিবি সদর দপ্তরের একটি আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারী ও দুই শিশুসহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আসবাবপত্র ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকার।
ফায়ার সার্ভিস বলছে, আজ সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ১০ তলা ভবনের ৮ম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ৭টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরে ডিউটি ডিউটি অফিসার শাহজাহান হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আহতদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসবাবপত্রসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন।
ফায়ার সার্ভিস বলছেন, আহতরা ব্যক্তিরা হলেন বিজিবি সদস্যের পরিবারের লোকজন।