হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা, মা আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানেরমারটেক এলাকায় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুই শিশুর মা সালেহা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত দুই শিশু হলো সালেহার মেয়ে মালিহা (৬) ও ছেলে আব্দুল্লাহ (৪)। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। আব্দুল বাতেন পরিবার নিয়ে টঙ্গীর রূপবানেরমারটেক এলাকায় আটতলা একটি ভবনের তৃতীয়তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেছে, বিকেলে শিশু দুটির বাবা বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে ঘরের মেঝেতে দুই সন্তানের রক্তাক্ত লাশ দেখতে পান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে নিহত শিশু দুটির মা সালেহা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির