হোম > সারা দেশ > ঢাকা

ইয়াবার মামলায় তিনজনের ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১ লাখ ৪ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহ্সিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত তিন আসামিরা হলেন পিকআপ ভ্যানচালক মামুন হাওলাদার, মানিক ও আলাউদ্দিন।
কারাদণ্ডের পাশাপাশি তাঁদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় বলা হয়েছে। 

রায় ঘোষণার আগে কারাগারে থাকা মামুন হাওলাদার ও মানিককে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

অপর আসামি আলাউদ্দিন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৮ সালের ৫ ডিসেম্বর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে মাদক বহনের খবর পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় রাজধানীর নাবিস্কো মোড়স্থ টিভিএস অটোর সামনে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। চেকপোস্টে তল্লাশিকালে পিকআপ ভ্যানটি সেখানে গেলে থামার সংকেত দেয় র‍্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশি করে ১ লাখ ৪ হাজার ৮০০টি ইয়াবা বড়ি জব্দ করে র‌্যাব।  

এ ঘটনায় র‍্যাব-২-এর জেসিও আবুল হোসেন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।

২০১৯ সালের ৬ মার্চ একই থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  

২০২১ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি