হোম > সারা দেশ > ঢাকা

ইয়াবার মামলায় তিনজনের ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১ লাখ ৪ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহ্সিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত তিন আসামিরা হলেন পিকআপ ভ্যানচালক মামুন হাওলাদার, মানিক ও আলাউদ্দিন।
কারাদণ্ডের পাশাপাশি তাঁদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় বলা হয়েছে। 

রায় ঘোষণার আগে কারাগারে থাকা মামুন হাওলাদার ও মানিককে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

অপর আসামি আলাউদ্দিন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৮ সালের ৫ ডিসেম্বর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে মাদক বহনের খবর পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় রাজধানীর নাবিস্কো মোড়স্থ টিভিএস অটোর সামনে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। চেকপোস্টে তল্লাশিকালে পিকআপ ভ্যানটি সেখানে গেলে থামার সংকেত দেয় র‍্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশি করে ১ লাখ ৪ হাজার ৮০০টি ইয়াবা বড়ি জব্দ করে র‌্যাব।  

এ ঘটনায় র‍্যাব-২-এর জেসিও আবুল হোসেন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।

২০১৯ সালের ৬ মার্চ একই থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  

২০২১ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে