হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি জোট করবে না’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেছেন, ‘কোনো দলের লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি আর জোট করবে না। জোট হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’ 

আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জহিরুল ইসলাম জহির আরও বলেন, ‘জাতীয় পার্টি কোনো দলের ক্ষমতায় যাওয়ার আর সিঁড়ি হবে না। আওয়ামী লীগ ও বিএনপির শাসন আমল দেশের মানুষ দেখেছে। তাঁরা এখন পল্লিবন্ধু এরশাদের শাসনামল ফিরে পেতে চায়।’ 

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের পল্লিবন্ধু এরশাদের রাজনৈতিক দর্শন ও জনবন্ধু গোলাম কাদেরের সালাম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। 

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, সদস্যসচিব মোজ্জামেল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার সাহেদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ। 

সভায় মির্জাপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়। আগামী সাত দিনের মধ্যে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত হয়। 

এ ছাড়া তিন মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের সম্মেলন করা হবে বলে জানান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার। সভায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি