হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে চাকরি স্থায়ীকরণের দাবিতে মহাসড়কে শ্রমিকেরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জে শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে করে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

আজ বুধবার বেলা ১১টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেলা ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় পরিবহনশ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটে অনেকে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছায়।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, মালিকপক্ষ তাঁদের শ্রমের ন্যায্যমূল্য দেয় না। বেতন বৃদ্ধির কথা থাকলেও মাসে মাত্র ৭ হাজার টাকা বেতন দেয়। এ ছাড়া সাপ্তাহিক ছুটি দিলেও ওই দিনের বেতন কেটে নেয়। আবার সবার যাতে বেতন বৃদ্ধির দাবি তোলা না হয়, সে জন্য কিছু শ্রমিককে টাকা দিয়ে হাত করার চেষ্টা করে।

শ্রমিকদের অভিযোগ, এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বসলেও কোনো সমাধান হয়নি। এ কারণে আজ মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসন মালিকপক্ষকে ২১ এপ্রিলের মধ্যে সমস্যা সমাধান করতে বলেছে। এ কারণে শ্রমিকেরা আন্দোলন আপাতত স্থগিত করেছেন।

শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসি। শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। চলতি মাসের ২১ তারিখের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রচলিত শ্রম আইনে তাঁদের বেতনকাঠামো ঠিক করে দেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’

শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে আটকা পড়া যানবাহন। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির ব্যবস্থাপক ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু