বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ‘ক্যানসার সেবায় বৈষম্য দূর করি’-এই স্লোগানের ওপর ভিত্তি করে আজ বৃহস্পতিবার ইউনাইটেড হসপিটালের ক্যানসার কেয়ার সেন্টারের চিকিৎসকগণ হসপিটালের অন্যান্য বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড হসপিটালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. শান্তি বানসাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউনাইটেড হসপিটালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগ বাংলাদেশে প্রথম নিজস্ব সাইক্লোট্রনে উৎপাদিত আইসোটপের মাধ্যমে পেট-সিটি স্ক্যান চালু করে। তিনি আরও বলেন, ইউনাইটেড হসপিটালের ক্যানসার কেয়ার সেন্টার চালুর শুরু থেকে এখন পর্যন্ত সফলতার সঙ্গে ক্যানসার রোগীদের বিশ্বমানের চিকিৎসার পাশাপাশি কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি সেবাও প্রদান করে আসছে। মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনাইটেড হসপিটালের সহযোগী প্রতিষ্ঠান ইউনিকেয়ার ধানমন্ডিতেও এই সেবা চালু করবেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ক্যানসার কেয়ার সেন্টারের চিকিৎসক ডা. রশিদ উন নবী, ডা. অসীম কুমার সেনগুপ্ত, ডা. শরীফ আহমেদ এবং নিউক্লিয়ার মেডিসিন ও মলিকুলার ইমেজিং বিশেষজ্ঞ ডা. এম এ ওয়াহাবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার জনাব মাসুদ আহমেদ।