হোম > সারা দেশ > ঢাকা

সাদা অ্যাপ্রোন পরে গাইনি ওয়ার্ডে সন্দেহজনক ঘোরাঘুরি, তরুণীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার আটক হন সাদা অ্যাপ্রোন পরিহিত এক তরুণী। তাঁর নাম রিপা আক্তার (২০)। তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। 

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল থেকে অ্যাপ্রোন পরিহিত ভুয়া এই নারী চিকিৎসককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’ 

২১২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ২১২ নম্বর ওয়ার্ড থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেন আনসার সদস্যরা। পরে তাঁকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় আমি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছি।’ 

এর আগে গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউ থেকে মুনিয়া আক্তার রোজা নামের এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব