কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেরদৌস মিয়া। দ্রততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাঙ্গালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হেলাল উদ্দিন মাস্টার। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আশরাফ উদ্দিন রেনু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য মো. জাহাঙ্গীর আলম শওকত। আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আলী, সাবেক পৌর কাউন্সিলর ফরিদ উদ্দিন, জাপা নেতা ফখরুল ইসলাম, পাহলবী, জসিম উদ্দিন মাস্টার ও জাহাঙ্গীর হায়দার তপন প্রমুখ।