হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে খোলা স্থানে নির্মাণসামগ্রী রাখায় ভবনমালিকদের জরিমানা

বাসস, ঢাকা  

রাজধানী ঢাকার ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কণ্ডু এবং সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি-২ নম্বর রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন সিটি কলেজের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনে উন্মুক্ত অবস্থায় নির্মাণসামগ্রী রাখার দায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুই ঘণ্টার মধ্যে সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয়।

অন্যদিকে একই দিন বাড্ডার আফতাবনগর এলাকায় চালানো অভিযানে উন্মুক্তভাবে নির্মাণসামগ্রী রাখায় ছয়টি নির্মাণাধীন ভবনের মালিকপক্ষকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আশপাশের অন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার