হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে জঙ্গল থেকে মেয়ে নবজাতক উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে স্থানীয় সাংবাদিকের সহায়তায় তাঁর বাড়ির পাশে জঙ্গল থেকে এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। পরে নবজাতককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সোমবার ভোর ৫টার দিকে পৌরসভার বরাত নগর এলাকার একটি জঙ্গল থেকে ওই নবজাতককে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর বরাত নগর এলাকায় কান্নার শব্দ পান ধামরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একটি জাতীয় দৈনিকের ধামরাই প্রতিনিধি মো. ওয়াসিম হোসেন। পরে তিনি কাছে গিয়ে দেখেন একটি নবজাতক শিশু কান্না করছে। পরে তিনি আশপাশের লোকজন ও পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

সাংবাদিক ওয়াসিম হোসেন বলেন, ‘আজ ভোরে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় বাসার পশ্চিম পাশে একটি জঙ্গলের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে দেখি একটি মেয়ে নবজাতক সেখানে জীবিত অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি বরাত নগর মহল্লার লোকজনকে জানাই এবং ধামরাই থানায় খবর দেই। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা বলেন, ‘আজ সকালে একটি কন্যা নবজাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মুমূর্ষু অবস্থা দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় একটি কন্যা নবজাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ