হোম > সারা দেশ > ঢাকা

বেক্সিমকোর বন্ধকি শেয়ার বিক্রি করে কর্মীদের বেতন পরিশোধ করা হবে: শ্রম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের বন্ধকি শেয়ার বিক্রি করে বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করবে সরকার। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ দুপুরে শ্রম উপদেষ্টার সভাপতিত্বে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনায় গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হয়। সভায় শেয়ার বিক্রি করে আগামী ফেব্রুয়ারির মধ্যে শ্রম আইন অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়।

এম সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকোর লে-অফ করা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন দিতে ৫৫০ থেকে ৬০০ কোটি টাকার প্রয়োজন হবে। শেয়ার বিক্রি করে এত টাকার যোগান না হলেও এসব বেতন-ভাতা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবে সরকার।

তিনি বলেন, শুধু বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কোম্পানিই ব্যাংক থেকে ২৮ হাজার ৫৪৪ কোটি ১৪ লাখ টাকা ঋণ নিয়েছে।

‘কীভাবে এসব ঋণ দেওয়া হয়েছে তার তদন্ত হবে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। কারণ বাংলাদেশ ব্যাংকের এক বিলিয়ন ডলারের রিজার্ভ চুরির থেকেও এটি বড় কেলেঙ্কারি।’

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন