হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তরুণের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দশটার দিকে টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী সড়কের একটি চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে । এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের মধ্যে।

নিহত ওই তরুণের নাম মো. হাবিবুল্লাহ (১৯)। তাঁর বাবার নাম মো. রুহুল আমিন। তিনি পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন আউচপাড়ার মোল্লাবাড়ী এলাকার একটি বাসায়। ঘটনার পর তাঁকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে বারোটার দিকে মারা যান তিনি। হাবিবুল্লাহ নরসিংদীর একটি পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করত বলে জানা যায়।

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইস্কেন্দার হাবিবুর রহমান তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়া মোল্লাবাড়ি এলাকায় একটি চারতলা ভবন রয়েছে সঞ্চিতা মতি নামের এক ব্যক্তির। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া থাকেন। বাসাটি ৩ ইউনিট বিশিষ্ট। এর মধ্যে বাসাটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর ৩ কক্ষের একটি আলাদা ইউনিট করেছেন তিনি। পরিবারের সঙ্গে হাবিবুল্লাহ সেখানে ভাড়া থাকতেন। গতকাল রোববার রাত দশটার দিকে হঠাৎ করেই বাসার নিচের সেপটিক ট্যাংকটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বাসার মেঝে ধসে বিভিন্ন জিনিসের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে মারা যান তিনি।

টঙ্গী পশ্চিম থানা ওসি মো. ইস্কেন্দার হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কেউ যদি গাফিলতির অভিযোগ করেন তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট