হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচরে গলায় ফাঁস দিয়ে তরুণের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। 

মৃত নুর আলম (২১) মাদারীপুরের শিবচরের দেলোয়ার হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের রসুলপুরে ভাড়া বাড়িতে থাকতেন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট এই তরুণ বাবার সঙ্গে ফলের ব্যবসা করতেন।

তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানিয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলার খবর পাওয়া যায়নি।

তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর শুক্রবার বেলা ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নুর আলমের মা ফাতেমা আক্তার সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল ১০টার দিকে হাজারীবাগে ফলের আড়তে বাবা ও মায়ের কাছে যান নুর আলম। কিছুক্ষণ পর চাবি নিয়ে বাসায় ফেরেন। তিনি বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, তার ছেলে গলায় চাদর পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফাতেমা আক্তার বলেন, ‘আত্মহত্যা’ করার কোনো কারণ নেই। নুর কোনো কাজ করতে চাইতেন না। এ নিয়ে মাঝেমধ্যে তাঁকে একটু বকাঝকা করতেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু