রাজধানীর উত্তরা থেকে বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সেলিম আকন্দ (৪১)। গতকাল শুক্রবার রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় সেলিমের কাছ থেকে ১০০ বোতল মদ জব্দ করা হয়। সেলিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খরিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন আকন্দের ছেলে।
ওসি মুহাম্মদ মাসুদ আলম বলেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৫৫ নম্বর বাসার দ্বিতীয় তলায় গতকাল মধ্যরাতে এসআই নাহিদ পারভেজ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন। জব্দকৃত মদের মূল্য ১০ লাখ ৭৯ হাজার টাকা।
ওসি মাসুদ আলম বলেন, এ ঘটনায় ওই মাদক কারবারির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায়ও মাদকের মামলা রয়েছে।