হোম > সারা দেশ > টাঙ্গাইল

আ. লীগ খারাপ, বিএনপিও খুব একটা ভালো না: কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আওয়ামী লীগ খারাপ, তবে বিএনপিও খুব একটা ভালো না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে নিজের বাসভবনে আয়োজিত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়ের করা মামলায় কারা নির্যাতিত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেছেন, ‘অনেকেই ভাবছেন আমরা কোন দিকে যাব? আমাদের পথ হলো সিরাতুম মুস্তাকিম, আমরা আল্লাহর পথে আছি। ড. কামাল হোসেনকে ভালো নেতা মনে করে জুটে গিয়েছিলাম। কিন্তু দেখলাম তিনি ভালো নেতা নন, তবে তিনি একজন ভালো মানুষ।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়াকে পুনরায় জেলে দেব, এটা বেশি ভালো কথা না। রাজনীতি করলে জেলে যেতে হয়, বেরোতেও হয়। আপনি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নন, আপনি সবার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পদে থেকে এসব কথা বলা ঠিক নয়। পদ ছেড়ে দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগের সভাপতি হয়ে যা ইচ্ছা তাই বলুন। সরকারের পদে থেকে এ রকম কথা বলবেন না।’

অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খান সভাপতিত্ব করেন। এ সময় কাদের সিদ্দিকীর সহধর্মিণী বেগম নাসরিন কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সরকারি সাদত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, দলটির জেলা কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সানোয়ার হোসেন মাস্টার, পৌর কমিটির সভাপতি আবু জাহিদ রিপন, আলমগীর সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ