হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন গার্মেন্টস শ্রমিকেরা। এ সময় তাঁরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানান। আজ সোমবার সকাল ১০টার দিকে দক্ষিণখানের চালাবন এলাকায় ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও অন্যান্য গার্মেন্টসের শ্রমিকেরা এ বিক্ষোভ মিছিল করেন।

দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডে মিছিল শেষে তাঁরা পুনরায় চালাবন এসে জমায়েত হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বিক্ষোভ সমাপ্ত হয়। পরে শ্রমিকেরা উত্তরা ডিসি অফিসে স্মারকলিপি জমা দেন।

আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, দেশে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ সবকিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। বাড়িভাড়াও বেড়েছে। সবকিছুর দাম বাড়লেও তাঁদের বেতন বৃদ্ধি হয় না। তাঁদের যে বেতন দেওয়া হয়, তা দিয়ে দু’বেলা দু’মুঠো ডাল-ভাত খাওয়াও মুশকিল হয়ে গেছে। তাই। বাধ্য হয়ে ড্যাজলিং ড্রেসেস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের বিক্ষোভ মিছিলে আশপাশের দক্ষিণখান ও উত্তরখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাও অংশগ্রহণ করে। আন্দোলনকালে শ্রমিকেরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানান।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ড্যাজলিং ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা গার্মেন্টসের বাইরে চলে এসেছিল। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে। কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা পুলিশ সব সময় তাদের পাশে ছিলাম।’

ওসি সিদ্দিক আরও বলেন, ‘শ্রমিকদের একটি প্রতিনিধি দল আমাদের ডিসি স্যারের অফিসে গিয়ে কথা বলেছেন। একদিকে সরকারিভাবেও বেতন বৃদ্ধির কথা চলছে বলেও শুনেছি। সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই বাস্তবায়ন হবে।’

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ