হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকের জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা 

জবি সংবাদদাতা 

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ৩০-৪০ জন ছাত্রলীগের নেতা-কর্মী।

আহত শিক্ষার্থীদের সঙ্গে আসা আন্দোলনকারী আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের এক বড় ভাইকে নিয়ে এসেছি, হঠাৎ করে ছাত্রলীগের একজন রামদা নিয়ে দৌড় দিয়ে আসে, তাঁর পেছন পেছন আরও আসা শুরু করে। এসময় এখানে কর্তব্যরত আনসার সদস্যরা আমাদের ধরে রেখেছে, কিন্তু ছাত্রলীগ আমাদের মারছে তাঁদের কিছু করছে না।’

চিকিৎসা নিতে আসা আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ওপর হাসপাতালে তিন থেকে চারবার অতর্কিত হামলা করা হয়েছে। ভাঙ্গা লাঠি দিয়ে হাতে আঘাত করা হয়েছে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন আরশাদ হোসাইন বলেন, ‘এখানে সবাই চিকিৎসা নেয়ার জন্য আসছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ জনও ঠিকভাবে চিকিৎসা নিতে পারে সে পরিবেশ তৈরি করার চেষ্টা করছি।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা