হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকের জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা 

জবি সংবাদদাতা 

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ৩০-৪০ জন ছাত্রলীগের নেতা-কর্মী।

আহত শিক্ষার্থীদের সঙ্গে আসা আন্দোলনকারী আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের এক বড় ভাইকে নিয়ে এসেছি, হঠাৎ করে ছাত্রলীগের একজন রামদা নিয়ে দৌড় দিয়ে আসে, তাঁর পেছন পেছন আরও আসা শুরু করে। এসময় এখানে কর্তব্যরত আনসার সদস্যরা আমাদের ধরে রেখেছে, কিন্তু ছাত্রলীগ আমাদের মারছে তাঁদের কিছু করছে না।’

চিকিৎসা নিতে আসা আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ওপর হাসপাতালে তিন থেকে চারবার অতর্কিত হামলা করা হয়েছে। ভাঙ্গা লাঠি দিয়ে হাতে আঘাত করা হয়েছে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন আরশাদ হোসাইন বলেন, ‘এখানে সবাই চিকিৎসা নেয়ার জন্য আসছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ জনও ঠিকভাবে চিকিৎসা নিতে পারে সে পরিবেশ তৈরি করার চেষ্টা করছি।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১