হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকের জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা 

জবি সংবাদদাতা 

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ৩০-৪০ জন ছাত্রলীগের নেতা-কর্মী।

আহত শিক্ষার্থীদের সঙ্গে আসা আন্দোলনকারী আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের এক বড় ভাইকে নিয়ে এসেছি, হঠাৎ করে ছাত্রলীগের একজন রামদা নিয়ে দৌড় দিয়ে আসে, তাঁর পেছন পেছন আরও আসা শুরু করে। এসময় এখানে কর্তব্যরত আনসার সদস্যরা আমাদের ধরে রেখেছে, কিন্তু ছাত্রলীগ আমাদের মারছে তাঁদের কিছু করছে না।’

চিকিৎসা নিতে আসা আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ওপর হাসপাতালে তিন থেকে চারবার অতর্কিত হামলা করা হয়েছে। ভাঙ্গা লাঠি দিয়ে হাতে আঘাত করা হয়েছে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন আরশাদ হোসাইন বলেন, ‘এখানে সবাই চিকিৎসা নেয়ার জন্য আসছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ জনও ঠিকভাবে চিকিৎসা নিতে পারে সে পরিবেশ তৈরি করার চেষ্টা করছি।’

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১