হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পোশাক কারখানার ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা পুলিশ লাইনস সংলগ্ন একটি পোশাক কারখানা থেকে শয়ন চন্দ্র মণ্ডল (৪৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে বেস্ট অ্যাপারেলস কারখানার ভেতরে পরিত্যক্ত স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত শয়ন নারায়ণগঞ্জ জেলা শহরের শেরে বাংলা রোড এলাকার জতীন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি লাশটি বেশ কয়েক দিন আগের। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

পরিদর্শক মহসিন আরও বলেন, ‘লাশটির চারপাশে মাদকের নানান সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মাদক সেবনকারীরা এখানে এসে আড্ডা দিতেন। লাশ বিকৃত হয়ে যাওয়ায় মৃত্যুর প্রাথমিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ড বা মাদকের প্রভাবে তাঁর মৃত্যু হতে পারে।’

এ বিষয়ে জানতে বেস্ট অ্যাপারেলস কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি।

কারখানার কয়েকজন কর্মী বলেন, ‘কারখানার পেছনে জঙ্গল থেকে দুর্গন্ধ আসতে থাকে। সাধারণত ওই স্থানে কেউ যেত না। পরে প্রহরীরা সেখানে গিয়ে অজ্ঞাত লাশ দেখতে পান।’

নিহতের বাবা জতীন্দ্র মণ্ডল বলেন, ‘শয়নের স্ত্রী ও সন্তান আছে। কিন্তু নেশার টাকার জন্য বাড়িতে প্রায় সময়েই অশান্তি তৈরি করত। ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করত।’

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ