হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পোশাক কারখানার ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা পুলিশ লাইনস সংলগ্ন একটি পোশাক কারখানা থেকে শয়ন চন্দ্র মণ্ডল (৪৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে বেস্ট অ্যাপারেলস কারখানার ভেতরে পরিত্যক্ত স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত শয়ন নারায়ণগঞ্জ জেলা শহরের শেরে বাংলা রোড এলাকার জতীন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি লাশটি বেশ কয়েক দিন আগের। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

পরিদর্শক মহসিন আরও বলেন, ‘লাশটির চারপাশে মাদকের নানান সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মাদক সেবনকারীরা এখানে এসে আড্ডা দিতেন। লাশ বিকৃত হয়ে যাওয়ায় মৃত্যুর প্রাথমিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ড বা মাদকের প্রভাবে তাঁর মৃত্যু হতে পারে।’

এ বিষয়ে জানতে বেস্ট অ্যাপারেলস কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি।

কারখানার কয়েকজন কর্মী বলেন, ‘কারখানার পেছনে জঙ্গল থেকে দুর্গন্ধ আসতে থাকে। সাধারণত ওই স্থানে কেউ যেত না। পরে প্রহরীরা সেখানে গিয়ে অজ্ঞাত লাশ দেখতে পান।’

নিহতের বাবা জতীন্দ্র মণ্ডল বলেন, ‘শয়নের স্ত্রী ও সন্তান আছে। কিন্তু নেশার টাকার জন্য বাড়িতে প্রায় সময়েই অশান্তি তৈরি করত। ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করত।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট