হোম > সারা দেশ > ঢাকা

কলাবাগান থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগানের এক বাসা থেকে নাইম আহমেদ (১৮) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। 

আজ শনিবার দুপুর ১টার দিকে কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাত ভবন থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে কলাবাগানের ওই বাসা থেকে থানায় খবর আসে ওই বাসার গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের লোকজনকে থানায় এসে জিডি করতে বলা হয়। এর কিছুক্ষণ পর ওই বাসার গৃহকর্তা হারুন অর রশিদ জানান, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় নিখোঁজ গৃহকর্মীকে পাওয়া গেছে। 

পরে পুলিশ গিয়ে ওই বাসার সাততলা থেকে ফ্যানের সঙ্গে নিজের পরনের পাঞ্জাবির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

গৃহকর্তা হারুন অর রশিদের বরাত দিয়ে ওসি জানান, নাইমের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। আট মাস ধরে ওই বাসায় কাজ করতেন তিনি। গত কয়েক দিন নাইম বলত সে চলে যাবে। কিন্তু কোথায় চলে যাবে বলত না। বাসার লোকজন মনে করত দেশের বাড়ি চলে যাবে। সে যে একেবারেই চলে যাবে এটা কেউ বুঝতে পারে নাই।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু