হোম > সারা দেশ > ঢাকা

কলাবাগান থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগানের এক বাসা থেকে নাইম আহমেদ (১৮) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। 

আজ শনিবার দুপুর ১টার দিকে কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাত ভবন থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে কলাবাগানের ওই বাসা থেকে থানায় খবর আসে ওই বাসার গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের লোকজনকে থানায় এসে জিডি করতে বলা হয়। এর কিছুক্ষণ পর ওই বাসার গৃহকর্তা হারুন অর রশিদ জানান, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় নিখোঁজ গৃহকর্মীকে পাওয়া গেছে। 

পরে পুলিশ গিয়ে ওই বাসার সাততলা থেকে ফ্যানের সঙ্গে নিজের পরনের পাঞ্জাবির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

গৃহকর্তা হারুন অর রশিদের বরাত দিয়ে ওসি জানান, নাইমের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। আট মাস ধরে ওই বাসায় কাজ করতেন তিনি। গত কয়েক দিন নাইম বলত সে চলে যাবে। কিন্তু কোথায় চলে যাবে বলত না। বাসার লোকজন মনে করত দেশের বাড়ি চলে যাবে। সে যে একেবারেই চলে যাবে এটা কেউ বুঝতে পারে নাই।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে