হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ খবর জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চ্যুয়াল আলোচনায় এ খবর জানান তিনি। এসময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'তিনি (খালেদা জিয়া) এখনও সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এখন তিনি স্থিতিশীল আছেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর চিকিৎকরা আশাবাদী যে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে সোমবার দুপুরে সিসিইউতে নেওয়া হয়।

প্রসঙ্গত, ১১ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর দেশবাসীকে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। করোনা আক্রান্ত হওয়ার পরে ১৫ এপ্রিল রাতে সিটিস্ক্যান করাতে প্রথমবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে সে রাতেই তাঁকে বাসায় নেওয়া হয়। ওই সিটিস্ক্যানের প্রতিবেদনে করোনার মৃদু সংক্রমণ পাওয়া যায়।

গত ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পরীক্ষাতেও পজিটিভ হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল রাতে আবারও তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ