ঢাকা: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ খবর জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চ্যুয়াল আলোচনায় এ খবর জানান তিনি। এসময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'তিনি (খালেদা জিয়া) এখনও সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এখন তিনি স্থিতিশীল আছেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর চিকিৎকরা আশাবাদী যে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে সোমবার দুপুরে সিসিইউতে নেওয়া হয়।
প্রসঙ্গত, ১১ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর দেশবাসীকে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। করোনা আক্রান্ত হওয়ার পরে ১৫ এপ্রিল রাতে সিটিস্ক্যান করাতে প্রথমবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে সে রাতেই তাঁকে বাসায় নেওয়া হয়। ওই সিটিস্ক্যানের প্রতিবেদনে করোনার মৃদু সংক্রমণ পাওয়া যায়।
গত ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পরীক্ষাতেও পজিটিভ হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল রাতে আবারও তাঁকে হাসপাতালে নেওয়া হয়।