ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আসা অপর একটি বাস ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গণেশ দাস (৫০) নামের এক পথচারী নিহত হন। আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত গণেশ দাস (৫০) সাভারের বনগাঁও ইউনিয়নের মৌমেল চন্দ্র দাশের ছেলে।
পুলিশ জানায়, মৌমিতা পরিবহনের একটি বাস ঢাকায় যাওয়ার পথে আজ সকাল ৭টার দিকে মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে যাত্রী তুলছিল। এ সময় পেছন দিক থেকে আসা একে ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৌমিতা পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মৌমিতা পরিবহনের বাসটি সড়ক থেকে নিচে গড়িয়ে যাওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা গণেশকে চাপা দিলে তিনি সেখানেই মারা যান। অপর বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় দুই বাসের কয়েকজন যাত্রী আহত হন।