হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় প্রাইভেট কারচালক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কাওলায় কথা-কাটাকাটির জেরে কাভার্ড ভ্যানচাপায় সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তার প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কাওলা সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টারের ভেতর এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত গাড়িচালক নুরুজ্জামান হাওলাদার (৪০) বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথোরিটি চিফ ইঞ্জিনিয়ারের গাড়িচালক ছিলেন। 

নিহতের সহকর্মী শামসুজ্জামান জানান, নুরুজ্জামান সিভিল অ্যাভিয়েশনের কোয়ার্টারে থাকেন। সকালে প্রাইভেট কার নিয়ে বের হন। কোয়ার্টারের ভেতরের রাস্তায় তাঁর গাড়ির সামনে একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করে ইউ টার্ন নিচ্ছিল। এ কারণে নুরুজ্জামান নিজের গাড়ি থেকে নেমে কাভার্ড ভ্যানের সামনে গিয়ে চালককে হঠাৎ ব্রেক করার কারণ জানতে চায়। এ সময় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কাভার্ড ভ্যানটি তার ওপর উঠিয়ে দেয় ওই চালক। 

তিনি আরও জানান, গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন নুরুজ্জামান। আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেল নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তা৭কে মৃত ঘোষণা করেন। 

নিহতের মামা নজরুল ইসলাম জানান, নুরুজ্জামানের বাবার নাম ইসমাইল হোসেন হাওলাদার। গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি হাজীপাড়ায়। নুরুজ্জামানের তিন সন্তান রয়েছে। পরিবার নিয়ে সিভিল অ্যাভিয়েশনের কোয়ার্টারে থাকতেন। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি