হোম > সারা দেশ > ঢাকা

লোডশেডিং আরও বাড়লে পানির রেশনিং করবে ঢাকা ওয়াসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগরীতে পানির সংকট এমনিতেই তীব্র। বিদ্যুতের লোডশেডিং বাড়তে থাকায় পানি সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার আওতাধীন অর্ধেকের বেশি এলাকায় সরবরাহ বজায় রাখতে হিমশিম খাচ্ছে। বিদ্যুৎসংকট তীব্রতর হলে প্রয়োজনে পানি সরবরাহে রেশনিং করার কথা ভাবছে সংস্থাটি।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান আজ বৃহস্পতিবার ঢাকায় ওয়াসা ভবনে সাংবাদিকদের বলেছেন, ‘সংকট বাড়লে প্রয়োজনে রেশনিংয়ের মাধ্যমে কোনো এলাকায় আট ঘণ্টা পানি বন্ধ রেখে অন্য এলাকায় পানি দেওয়া হবে।’ 

পানি সরবরাহের ক্ষেত্রে বিদ্যুৎ না থাকাকে বড় সমস্যা হিসেবে অভিহিত করে তাকসিম বলেন, ‘পানির ব্যবহার কমানো গেলে সেবা দেওয়া সহজ হয়। যেসব বাড়িতে দুই দিনের পানি মজুত রাখা হয়, সেসব এলাকায় এক দিন কমিয়ে অন্য জায়গায় পানি দেওয়ার কথা ভাবা হচ্ছে।’

পানির সংকট কাটাতে নগরবাসীকে পানি ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে তাকসিম বলেন, ‘এই সংকটের সময় রানিং পানি (টেপ খুলে) ব্যবহার না করে, পাত্রে পানি নিয়ে ব্যবহার করুন।’

বিদ্যুতের সরবরাহ ঘাটতি মেটাতে জেনারেটরসহ যে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়, তা যথেষ্ট হয় না জানিয়ে ওয়াসার এমডি বলেন, ‘বহু স্থানে গভীর নলকূপ চালানো যাচ্ছে না। এতে ওয়াসার ৬২ ভাগ এলাকায় পানি সমস্যা দেখা দিয়েছে। ৩৫ ভাগ এলাকায় পানি সরবরাহ ঠিক আছে। যেসব এলাকায় পানির সমস্যা হচ্ছে, সেখানে ওয়াসার গাড়ির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। এই কাজে পানিবাহী ৪৮টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। ছোট রাস্তার জন্য ১৭টি ট্রলির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে।’

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি