হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া খাতুন (৪০) গ্রেপ্তার হয়েছেন।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে গতকাল মঙ্গলবার (২৮ মে) রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ১ কেজি ৯৭৯ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই কেবিন ক্রু সিরাজগঞ্জের বাসিন্দা।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘রিয়াদ থেকে মঙ্গলবার রাত ১০টায় আগত সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৪ ফ্লাইটটি ঢাকার বিমানবন্দরে ল্যান্ড করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটির কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করা হয়। পরে তাঁর শরীরে লুকানো অবস্থায় ১১টি স্বর্ণের বার, আটটি চুরি ও একটি চেইন পাওয়া যায়। এসব স্বর্ণালংকারের ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা।’
জিয়াউল হক বলেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় ওই কেবিন ক্রুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।