গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। আজ মঙ্গলবার সকালে একটি শাবকের জন্ম হয়। অপর শাবকের জন্ম হয় গত রোববার।
শাবক দুটি মাদি নাকি পুরুষ, তা এখনো শনাক্ত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। জন্ম নেওয়া শাবক দুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।