হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জাল ভোট দেওয়ায় শামীম ওসমানের দুই কর্মীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ–৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জানুয়ারি) বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন তাঁরা। 

রাতেই তাঁদের দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল হক। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকার ইস্রাফিল ও পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন। তাঁরা স্থানীয় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত ও সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী। 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ–৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের বিপরীতে শক্ত কোনো প্রার্থী না থাকায় সহজে জয় পেয়েছেন তিনি। নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট। এ নিয়ে টানা তৃতীয় ও মোট চারবার এমপি হলেন শামীম ওসমান।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ