হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জাল ভোট দেওয়ায় শামীম ওসমানের দুই কর্মীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ–৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জানুয়ারি) বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন তাঁরা। 

রাতেই তাঁদের দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল হক। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকার ইস্রাফিল ও পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন। তাঁরা স্থানীয় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত ও সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী। 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ–৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের বিপরীতে শক্ত কোনো প্রার্থী না থাকায় সহজে জয় পেয়েছেন তিনি। নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট। এ নিয়ে টানা তৃতীয় ও মোট চারবার এমপি হলেন শামীম ওসমান।

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ