হোম > সারা দেশ > ঢাকা

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর 

গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার রাত একটার দিকে শ্রীপুর পৌরসভার জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নবজাতকের বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতাল ভাঙচুর করেছেন বলে অভিযোগ কর্তৃপক্ষের। 

মৃত নবজাতকের বাবার নাম মো. রফিকুল ইসলাম। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামে। রফিকুল ইসলাম বর্তমানে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোলাপদীবাড়ি এলাকায় থাকেন। 

নবজাতকটির বড় বোন রুবাইয়া ইসলাম বলেন, ‘২৮ তারিখ আমার মা সিমা ইসলামকে হাসপাতালে ভর্তি করি। বিকেল চারটার দিকে মায়ের সিজারের মাধ্যমে ছেলে জন্ম হয়। জন্মের পর সে অসুস্থ হয়ে পড়লে একাধিকবার হাসপাতালের চিকিৎসকদের জানালেও তাঁরা কর্ণপাত করেননি। পরে রাত ১১টার দিকে সে মারা যায়।’ 

হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দোষ চাপাতে নিজেরাই হাসপাতালের কিছু অংশের আসবাবপত্র ভাঙচুর করে।’ 

জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা শাকিলা শাহরিন বলেন, ‘সফলভাবে সিজার হয়। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাঁরা আবদ্ধ রুমে মশার কয়েল জ্বালানোর কারণে বাচ্চা মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন মশার কয়েল জ্বালাতে নিষেধ করলেও তাঁরা তা জ্বালিয়েছেন।’ 

জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের সিও মো. রফিকুল ইসলাম বলেন, সিজারের পর নবজাতকের শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসকেরা ওই নবজাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু নবজাতকের স্বজনেরা তাঁদের নিয়ে যেতে দেরি করলে হাসপাতালে ওই নবজাতকের মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, এতে উত্তেজিত হয়ে নবজাতকের স্বজনেরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, ‘আমি মামলার সাক্ষী দিতে আদালতে রয়েছি। ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের নবজাতকের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের অভিযোগে হাসপাতালে এসেছি। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ