হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জ মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে বিএনপি-জামায়াতের। কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে মহড়া দিচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ বুধবার সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক ও চিটাগাং রোডের শিমরাইল মোড়ে এমন দৃশ্য দেখা গেছে।

এদিকে দুই দলের অবরোধ ঘিরে মহাসড়কের প্রতিটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত তারা। জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে প্রশাসন এমনটাই জানান।

অন্যদিকে আজ সকালে সাইনবোর্ড ও মাদানীনগর এলাকায় ঝটিকা অবরোধ করে দ্রুত স্থান ত্যাগ করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এখন পর্যন্ত আশানুরূপ তেমন অবরোধ দেখাতে ব্যর্থ হয়েছে উভয়ে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান বলেন, বিএনপি অবরোধের নামে যেন কোনো প্রকার নাশকতা বা অগ্নি-সন্ত্রাস না করতে পারে, সে জন্য নেতা-কর্মী নিয়ে অবস্থান করছেন। বিরোধী দলকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সড়কের কোথাও যেন কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট