জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ ৩ দফা দাবির প্রেক্ষিতে এবার বক্তব্য দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিকেলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মুহাম্মদ আনওয়ারুস সালাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়ে শিক্ষার্থীদের উত্থাপিত তিনটি যৌক্তিক দাবিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচকভাবে দেখে। প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার লক্ষ্যে নতুন প্রশাসন প্রয়োজনীয় কাজ করে যাচ্ছে। তবে এ সকল কাজ যৌক্তিকভাবেই কিছুটা সময়সাপেক্ষ। বর্তমান সরকারও আমাদের প্রচেষ্টার অংশ হিসেবে ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে এবং অন্যান্য বিষয়েও সরকার আন্তরিক। এ ক্ষেত্রে জনসমর্থনও আমাদের অতীব কাম্য। বিধায়, জনদুর্ভোগ হতে পারে এমন কার্যক্রম থেকে শিক্ষার্থীদের বিরত থাকার জন্য আহ্বান জানানো হলো।
এতে আরও উল্লেখ করা হয়, নতুন প্রশাসন প্রকল্প সংক্রান্ত সকল তথ্য-উপাত্ত নিয়মিত ব্যবধানে প্রকাশ করবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের প্রতিটা দাবি নিয়েই আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারও সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছেন। প্রকল্পের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে।’