ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ এই জামিন দেন। ওই সময়ের পরে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
এর আগে গত বছরের ২২ জুলাই হাফিজুর রহমান কার্জন ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠলে তিনি সঙ্গে সঙ্গে লেখাটি মুছে ফেলেন এবং ক্ষমা চান৷ তবে এর পরও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক ১ আগস্ট অধ্যাপক কার্জনের বিরুদ্ধে মামলা করেন।