হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রাজধানীতে সিএনজি অটোচালকদের আন্দোলনে নারায়ণগঞ্জে যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ফাইল ছবি

ডিএমপিতে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা আন্দোলনে নামায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে মহাসড়কের সানারপাড় থেকে মাতুয়াইল পর্যন্ত এই জট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনের সানারপাড় থেকে চলাচলরত যানবাহনগুলো একেবারে বন্ধ রয়েছে। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে একই স্থানে দাঁড়িয়ে আছে যানবাহন। এতে যানজটে নাকালে পড়েছেন যাত্রীরা ও পরিবহনচালকেরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও চিকিৎসার জন্য বের হওয়া অসুস্থ মানুষ।

জিয়া উদ্যানে যাওয়ার উদ্দেশ্যে চিটাগাং রোড থেকে গাড়িতে চড়েছেন রোজিনা আক্তার নামের এক নারী। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘দীর্ঘ এক ঘণ্টা যাবৎ সাইনবোর্ডে জ্যামে বসে আছি, কখন জিয়া উদ্যানে যাব জানি না।’

রুহুল আমিন নামের কোমল মিনিবাসের যাত্রী বলেন, ‘সানারপাড়ে বসে আছি এক ঘণ্টারও বেশি সময় ধরে, গাড়ি চুল পরিমাণ নড়ছে না। গুলিস্তানে গিয়ে আমার দোকান খুলতে হবে, কিন্তু গাড়িই নড়ছে না।’

কয়েকজন বাসচালক জানান, মাতুয়াইল এলাকায় মহাসড়ক দখল করে বিক্ষোভ করছেন সিএনজি অটোচালকেরা। মূলত এ কারণেই যানজট লেগেছে।  

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, ‘ডিএমপি থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে সিএনজি অটোচালকেরা আন্দোলনে নেমেছেন। এ জন্যই এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা সড়কেই আছি।’

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ