হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রাজধানীতে সিএনজি অটোচালকদের আন্দোলনে নারায়ণগঞ্জে যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ফাইল ছবি

ডিএমপিতে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা আন্দোলনে নামায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে মহাসড়কের সানারপাড় থেকে মাতুয়াইল পর্যন্ত এই জট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনের সানারপাড় থেকে চলাচলরত যানবাহনগুলো একেবারে বন্ধ রয়েছে। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে একই স্থানে দাঁড়িয়ে আছে যানবাহন। এতে যানজটে নাকালে পড়েছেন যাত্রীরা ও পরিবহনচালকেরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও চিকিৎসার জন্য বের হওয়া অসুস্থ মানুষ।

জিয়া উদ্যানে যাওয়ার উদ্দেশ্যে চিটাগাং রোড থেকে গাড়িতে চড়েছেন রোজিনা আক্তার নামের এক নারী। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘দীর্ঘ এক ঘণ্টা যাবৎ সাইনবোর্ডে জ্যামে বসে আছি, কখন জিয়া উদ্যানে যাব জানি না।’

রুহুল আমিন নামের কোমল মিনিবাসের যাত্রী বলেন, ‘সানারপাড়ে বসে আছি এক ঘণ্টারও বেশি সময় ধরে, গাড়ি চুল পরিমাণ নড়ছে না। গুলিস্তানে গিয়ে আমার দোকান খুলতে হবে, কিন্তু গাড়িই নড়ছে না।’

কয়েকজন বাসচালক জানান, মাতুয়াইল এলাকায় মহাসড়ক দখল করে বিক্ষোভ করছেন সিএনজি অটোচালকেরা। মূলত এ কারণেই যানজট লেগেছে।  

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, ‘ডিএমপি থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে সিএনজি অটোচালকেরা আন্দোলনে নেমেছেন। এ জন্যই এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা সড়কেই আছি।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার