হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

যুবলীগে নেতা মেহেদী হাসান শামীম তালুকদার। ছবি: সংগৃহীত

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে শামীম তালুকদারকে থানাহাজতে রাখা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার যুবলীগ নেতা শামীম তালুকদার ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুসারী ছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুরের তিনজন সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর লাবু চৌধুরী, আব্দুর রহমানের নাম উল্লেখসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২৫ জনের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলায় আরও অজ্ঞাতনামা হিসেবে ৪০০ জনকে আসামি করা হয়।

গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম মামলাটি করেন। মামলার বাদীর মেয়েও ছাত্র আন্দোলনে আহত হয় বলে উল্লেখ করা হয়।

ওই মামলার এজাহারে ৯৮ নম্বর আসামি হিসেবে শামীম তালুকদারের (৪৫) নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট