হোম > সারা দেশ > ফরিদপুর

চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১ 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় চুরির অভিযোগে গণপিটুনিতে ইসরাফিল শেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ।

নিহত ইসরাফিল শেখ উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মসজিদের ইমাম জাকির মোল্লার এক তালাবদ্ধ ঘরের তালা ভেঙে চুরির চেষ্টা করছিলেন ইসরাফিল। পাশের রুমে থাকা জাকির মোল্লা বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয় এবং পাশে মসজিদে গিয়ে বিষয়টি মাইকে ঘোষণা দেন। পরে গ্রামবাসী জড়ো হয়ে পাশের এক বাগানের মধ্যে নিয়ে ইসরাফিলকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।

নিহত ইসরাফিলের মা বলেন, ‘আমার ছেলে মাঝেমধ্যেই চুরি করত। সে নেশা করত।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, ‘ইসরাফিল একজন পেশাদার চোর। বুধবার দিবাগত রাতে চুরি করতে গিয়ে ইমাম টের পায়। পরে গ্রামবাসী ইসরাফিল নামের এক চোরকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার