হোম > সারা দেশ > গাজীপুর

রাস্তা নির্মাণে বাধা, বন কার্যালয়ে বিএনপি নেতা-কর্মীদের হামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় বন কার্যালয়ে হামলা। ছবি: আজকের প্রত্রিকা

গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় যুবদল নেতার নেতৃত্বে বন বিভাগের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। আজ বৃহস্পতিবার রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, বিট কার্যালয় ও স্টাফ ব্যারাকে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় ভাঙচুর, বনকর্মীদের মারধর, লুটপাট ও রেঞ্জ কর্মকর্তাকে শাসানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

অভিযুক্ত মো. নজরুল ইসলাম গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। তিনি রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) নাসিমা আক্তার বলেন, ‘রাজেন্দ্রপুর বাজারে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণে কেন বাধা দিয়েছি এ জন্য গতকাল (বুধবার) নজরুল ইসলামসহ কয়েকজন এসে হুমকি দিয়ে যায়। আজ (বৃহস্পতিবার) এসে হামলা করে। আমাকে চরম অপমান-অপদস্থ করে শাসিয়ে যান। আমি ভয়ে অসুস্থ হয়ে পড়ি। কোনো কথা বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। হামলার সময় আমাদের কয়েকজন স্টাফ এদিক-সেদিক ছোটাছুটি করে জীবন রক্ষা করেন।’

নিরাপত্তাকর্মী আকতার হোসেন বলেন, ‘এসিএফ স্যারের পাশের রুমে আমি ছিলাম। হঠাৎ করে অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা হাতে অফিসের সীমানাপ্রাচীরের ভেতরে ঢুকে দৌড়ে ছুটে আসে। আমি প্রধান ফটক বন্ধ করার চেষ্টা করি; কিন্তু পারিনি। তারা এসে আমাকে মারধর করে ভেতরে ঢোকে। আমার মোবাইলটি নিয়ে ভেঙে ফেলে।’ এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বন বিভাগের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’