নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাহাদাৎ (২০) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিউ মডেল টাউন এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদাৎ উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আলীসাদী কান্দাপাড়া গ্রামের সাফি মাঝির ছেলে। তিনি আড়াইহাজার বাজারের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময় তিনি বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। সকালে সবাই ভেবেছিল তিনি ঘুমাচ্ছেন
দুপুরেও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাঁকে ডাকতে যায়। পরে সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙলে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।