হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেট থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের একটি কক্ষ থেকে ফাতেমা আনোয়ারা ইশা (২৬) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

আজ রোববার (২৯ জুন) বেলা ১টার দিকে বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের ১৮তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

মৃত ইশার বোন জামাই নুর মোহাম্মদ শরীফ জানান, তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার রুপিয়া গ্রামে। ফাতেমা আনোয়ারা ইশা বিশ্বাস বিল্ডার্সের ওই ভবনে থাকতেন। তিনি বিজিএমইএ ইউনিভার্সিটির ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিভাগের মার্চেন্ডাইজিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি অনলাইনে ব্যবসাও করতেন। তাঁর বাবার নাম মৃত আনোয়ার হোসেন।

নুর মোহাম্মদ শরীফ আরও জানান, সকাল থেকে ইশাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। দুপুরে তাঁর বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এরপর থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, ইশা সিলিং ফ্যানের সঙ্গে টাই পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, তা এখনো জানা যায়নি।

ঢামেক হাসপাতালে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, খবর পেয়ে দুপুরে বিশ্বাস বিল্ডার্স ভবনের একটি কক্ষের দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে এই আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু