রাজধানীর নিউমার্কেট এলাকায় বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের একটি কক্ষ থেকে ফাতেমা আনোয়ারা ইশা (২৬) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
আজ রোববার (২৯ জুন) বেলা ১টার দিকে বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের ১৮তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
মৃত ইশার বোন জামাই নুর মোহাম্মদ শরীফ জানান, তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার রুপিয়া গ্রামে। ফাতেমা আনোয়ারা ইশা বিশ্বাস বিল্ডার্সের ওই ভবনে থাকতেন। তিনি বিজিএমইএ ইউনিভার্সিটির ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিভাগের মার্চেন্ডাইজিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি অনলাইনে ব্যবসাও করতেন। তাঁর বাবার নাম মৃত আনোয়ার হোসেন।
নুর মোহাম্মদ শরীফ আরও জানান, সকাল থেকে ইশাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। দুপুরে তাঁর বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এরপর থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, ইশা সিলিং ফ্যানের সঙ্গে টাই পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, তা এখনো জানা যায়নি।
ঢামেক হাসপাতালে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, খবর পেয়ে দুপুরে বিশ্বাস বিল্ডার্স ভবনের একটি কক্ষের দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে এই আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।