হোম > সারা দেশ > ঢাকা

এখনো ঢাকা ছাড়ছে মানুষ, ফেরাও শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটির শেষ হয়েছে গতকাল। টানা পাঁচ দিন ছুটির পরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তাই ঢাকায় ফেরার মিছিল ধীরে ধীরে বাড়ছে। তবে এর মধ্যেও ঢাকা থেকে অনেকেই ছুটি কাটাতে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন। ঈদে যাঁরা ছুটি পাননি, তাঁরা ঈদের পরের সময়কে বেছে নিয়েছেন। আজ রোববার কমলাপুর রেল স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেল। ঢাকায় ফেরার যাত্রীদের সঙ্গে আছে ঢাকা থেকে বের হওয়ার যাত্রীও।

ঠিক সময়ে অফিসে উপস্থিত হতে আজ সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে চাপ ছিল ঢাকায় ফেরা যাত্রীদের। ফিরতি ট্রেনে গ্রামের বাড়িতে ফেরা যাত্রীদেরও ভিড় রয়েছে। কমলাপুর রেলস্টেশনের তথ্য বলছে, যাত্রী পরিবহনে প্রতিদিন ৭২ জোড়া আন্তনগর, মেইল, কমিউটার ও ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ গন্তব্যে স্পেশাল ট্রেনও চলছে। ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় না থাকায় যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারছেন।

সরেজমিনে দেখা যায়, রংপুর এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, তিতাস কমিউটার, একতা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস যাত্রী নেওয়ার জন্য পৃথক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মের ভেতরে সারিবদ্ধ হয়ে ঢুকছেন যাত্রীরা। এর আগে প্ল্যাটফর্মে ঢুকতে প্রত্যেকের টিকিট চেক করছেন রেলের কর্মীরা।

ঢাকায় ফেরা যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই পোশাককর্মী। টানা চার দিন বন্ধের পর পোশাক কারখানাগুলো খুলবে আগামীকাল থেকে।

সকাল সাড়ে ১০টায় জামালপুর কমিউটার কমলাপুর রেলস্টেশনে আসে। এই ট্রেনের যাত্রী তৌহিদ মিয়া বলেন, ‘ঈদের জন্য চার দিন গার্মেন্টস বন্ধ ছিল। কাল থেকে খুলবে। তাই আজ ঢাকায় ফিরে এসেছেন তিনি। থাকেন রামপুরায়।

ঢাকায় কর্মজীবীদের অনেকেই ঈদের ছুটি পাননি। তাই ঈদ শেষে ছুটি নিয়েছেন। কিশোরগঞ্জ এক্সপ্রেসে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যাত্রী শাহরিয়ার হোসেন বলেন, ‘ঈদের আগে ট্রেনে অনেক চাপ থাকে, টিকিট পাওয়া যায় না অনলাইনে। এদিকে ছুটিও মেলেনি আগে। তাই ঢাকায় ঈদ করেছি, এখন পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি।’

কমলাপুর রেলস্টেশনের মাস্টার আফসার উদ্দিন বলেন, প্রতিটি ট্রেন সঠিক সময়ে ছাড়ছে এবং ফিরে আসছে। আজ ঢাকামুখী ও ঘরমুখী মানুষের চাপ প্রায় সমান বলা চলে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল