হোম > সারা দেশ > ঢাকা

কোনো দেশ থেকেই দুর্নীতি পুরোপুরি চলে যায় না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি

ডিজিটালাইজেশন ও দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের কঠোর অবস্থানের কারণে দুর্নীতি অতীতের যেকোনো সময়ের তুলনায় কমে গেছে। তবে দুর্নীতি বিশ্বের কোনো দেশ থেকেই কিন্তু পুরোপুরি চলে যায় না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

আজ রোববার দুপুরে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের মনে করিয়ে দিতে চাই—২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা কিন্তু সে অবস্থানে নাই। আমরা কিন্তু এগুলোকে কমিয়ে ফেলেছি। কিন্তু সমাজ থেকে পুরোপুরি দুর্নীতি আমরা উৎখাত করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই। আবার সে জন্য সরকার অত্যন্ত আন্তরিক। আপনারা জানেন, ডিজিটালব্যবস্থা চালুই করা হয়েছে, যাতে করে দুর্নীতি কমে যায়। এখন কিন্তু অফিস-আদালত ভূমি অফিস থেকে শুরু করে ব্যাপক সংস্কার সরকার করেছে, তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে। জমির পরচার জন্য আগে বহুদিন ঘুরতে হতো। এখন কিন্তু ২৮ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন পুলিশের থানাগুলো মডেল থানা হিসেবে করা হয়েছে। সেখানে কিন্তু প্রত্যকটা জিনিসের জবাবদিহি তৈরি হয়েছে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি নিয়মবহির্ভূতভাবে আন্দোলন করার চেষ্টা করছে। দেশের বৈশ্বিক অর্থনীতির যে পরিস্থিতি তারা তা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। সরকার মানুষের শান্তি চায়। রাজনীতি হবে দেশের কল্যাণে। আওয়ামী লীগ সেভাবেই পরিচর্যা করে।’ 

এ সময় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের রেক্টর সরকারের সিনিয়র সচিব রমেন্দ্র নাথ বিশ্বাস, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন